রাশিয়ায় স্থানান্তর করা হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি

0
261

খবর৭১:রাশিয়ায় স্থানান্তর করা হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস’র সদর দফতর। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এমন তথ্যই জানিয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ।

খবরে বলা হয়, শুক্রবার রাশিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো’র এ সংক্রান্ত নির্দেশনার কথা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় কারাকাস। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করা হবে।

রদ্রিগেজ বলেন, ইউরোপ ভেনেজুয়েলার সম্পদ রক্ষার কোনো অঙ্গীকার করেনি। তাই রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষায় পিডিভিএসএ’র সদর দফতর লিসবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এসময় তিনি ব্যাংক অব ইংল্যান্ড স্বর্ণ উত্তোলনে যে কারাকাসকে বাধা দিয়েছে সেই উদাহরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করছি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here