শেখ হাসিনার সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : এনামুল হক শামীম

0
382

শরীয়তপুর প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ভবিষ্যত প্রজন্ম যেন বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার সুযোগ পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে সেরা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আছে বলেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়। এই সরকার শিক্ষকদেরও সম্মানিত করেছে। শনিবার সকালে শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার সভাপতি আলহাজ্ব ইউনুস আলী মোল্যার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাওসার তকি, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, মাদরাসার সুপার আনোয়ার হোসেন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার মাঝি, সখিপুর থানা যুবলীগের আহবায়ক খালেক খালাসী, যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার, সাধারন সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।
উপমন্ত্রী আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা ক্ষেত্রে আরও উন্নতির জন্য কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন রোল মডেল। আর মাদরাসা শিক্ষারও ব্যাপক উন্নয়ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এছাড়াও পরে উপমন্ত্রী এনামুল হক শামীম স্থানীয় আব্বাস আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here