জঙ্গি-সন্ত্রাস দমনে গণমাধ্যম ভূমিকা পালন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
248

খবর৭১ঃ স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক। জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে। মাদক থেকে মানুষ মুক্তি চায়। মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।’

শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সময়ের আলো পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে জঙ্গিবাদ দমন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করেছে। আমাদের দেশের মিডিয়ারগুলোও সেভাবে সহযোগিতা করেছে। যার ফলে আজ আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি।’

‘আমাদের প্রধানমন্ত্রী সে সময় দুটি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। একটি জঙ্গি আরেকটি মাদক। তাই জঙ্গি দমনের পর, এবার মাদক দমনে মিডিয়ার সহযোগিতা চাই। আমি মিডিয়ার কর্মকর্তা ও সংবাদ কর্মীদের অনুরোধ করবো আপনারা মাদকের বিরুদ্ধে লেখেন।’

মন্ত্রী বলেন, ‘যদি দেশ থেকে মাদক নির্মূল না করা যায়। তাহলে আমাদের যে লক্ষ্য ২০২১, ২০৩০, ২০৪১ তা পথ হারাবে। যেটা আমরা হতে দিতে পারি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো। আমাদের সাংবাদিক সমাজ, দেশের উন্নয়ন নিয়ে কথা বলবে, দেশের জনগণ নিয়ে কথা বলবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ, প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here