গণতন্ত্র হাইজ্যাককারীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র রক্ষার কথা হাস্যকর: তথ্যমন্ত্রী

0
224

খবর৭১ঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণতন্ত্র হাইজ্যাককারী ও অগ্নিসন্ত্রাসীদের দল বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামাল হোসেন গণতন্ত্র রক্ষার কথা হাস্যকার। এসব কথা জনগণের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।’

শনিবার ( ২ মার্চ) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেনের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘যে দলের প্রতিষ্ঠাতা বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল। যে দলে ক্ষমতায় আসার জন্য জনগণের উপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে, সে দলের সাথে জোট করে মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে জাতির সাথে মশকরা করা।’

‘৩০ শে ডিসেম্বরের আগে জনগণের হাতে ক্ষমতা ছিল। ৩০ শে ডিসেম্বরের পরে ক্ষমতা ছিনতাই হয়েছে’ জাতীয় ঐক্যফ্রন্ট সভাপতি ড. কামাল হোসেনের এ মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘ড. কামালের এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে দেশের ক্ষমতা জনগণের হাতেই আছে। কারণ ৩০শে ডিসেম্বরের আগে যেহেতু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এতেই প্রমাণিত হয় দেশের ক্ষমতা আগেও জনগণের হাতে ছিল, এখনো আছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দ্বারা প্রত্যাখিত হয়ে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় পার্লামেন্টেসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত। এসব অপপ্রচার মোকাবিলায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।’

সর্ব-ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি এম. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here