মেট্রোরেল দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: কাদের

0
308

খবর৭১ঃ সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে মেট্রোরেল। যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হচ্ছে। মেটমেট্রোরেলের মাধ্যমে প্রতিঘন্টায় ৬০ হাজার যাত্রী উভয় দিক দিয়ে পরিবহনে সক্ষম হবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে মে‌ট্রো‌রে‌লের স্ক্রু-পাইলিংয়ের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩.১৯৫ কিমি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের নিমিত্তে পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।’

আগামী এপ্রিল মাসে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়ে কাদের বলেন, ‘প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১.৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।’

এই পাইলিং শুরুর মধ্য দিয়ে এমআরটি-৬ প্রকল্পের ৫নং প্যাকেজের কাজ শুরু হল। দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড ৫ নং প্যাকেজের নির্মাণের দায়িত্বে আছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here