চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড, ট্রুডোর নিন্দা

0
276

খবর৭১ঃমাদকপাচারের অভিযোগে সোমবার চীনের আদালতে এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, রবার্ট লয়েড সেলেনবার্গকে দেয়া শাস্তির ঘটনায় বিশ্বের অন্যান্য দেশেরও উদ্বেগ জানানো উচিত।

৩৬ বছর বয়সী কানাডার নাগরিক রবার্ট লয়েড সেলেনবার্গকে লিয়ানিং প্রদেশের কাছে হস্তান্তর করেছেন আদালত।

ট্রুডো বলেন, এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। কাজেই আমাদের আন্তর্জাতিক মিত্র ও বন্ধুদেরও উচিত এ ব্যাপারে উদ্বেগ জানানো।

চীনের দালিয়ান ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় দেন। ২০১৪ সালে রবার্ট লয়েডকে গ্রেফতার করা হয়।

তখন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু আদালতের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেন রবার্ট। আপিলে তার সাজা বৃদ্ধি পেয়েছে।

চীনের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা মেং ওয়াংজুকে (৪৬) কানাডায় গ্রেফতারের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here