ছাতকে আনসার নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

0
245

হাবিবুর রহমান নাসির ,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
ছাতকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আনসার নিয়োগ প্রক্রিয়া ও সরকারী ভাতা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অর্থ লেনদেনের ভিত্তিতে অনেকটা চুক্তি ভিত্তিক আনসার নিয়োগ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে অনেক দক্ষ ও নিয়মিত আনসাররা নির্বাচনী কাজে নিয়োগ নামের তালিকায় স্থান করতে পারেননি। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়োগের পূর্বে ও পরে প্রত্যেক আনসার সদস্যদের কাছ থেকে ৫শ’ টাকা থেকে ১৫শ’টাকা পর্যন্ত চাঁদা নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আনসার সদস্যরা। এসব অনিয়ম-দুর্ণীতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নিতে    অর্ধশতাধিক নারী-পুরুষ আনসার সদস্যদের য়ৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দিয়েছে। অভিযোগ থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ডিউটিতে নাম তালিকা ভূক্তির জন্য প্রত্যেক হত-দরিদ্র আনসার সদস্যদের কাছ থেকে অফিস খরচ দেখিয়ে অগ্রিম ৫শ’টাকা করে নেয়া হয়। নির্বাচন শেষে ৩ জানুয়ারী সরকার কর্তৃক পারিশ্রমিক বাবদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রত্যেক আনসার সদস্যকে ৫ হাজার টাকা দেয়া হয়। এদিকে ওই রাতেই আনসার ও ভিডিপি কার্যালয়ের ঝাড়ুদার শাহীনুর বেগম ও তার স্বামী শুকুর আলীর মাধ্যমে আনসার সদস্যদের বাড়ী বাড়ী পাঠিয়ে কর্মকর্তার দোহাই ও ভয়-ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার থেকে দেড় হাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামাল এ ব্যাপারে বলেন, এসব অনিয়মের বিষয়ে আমি অবগত নই। অফিসের দোহাই দিয়ে আনসার সদস্যদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী বলেন, নির্বাচনী ডিউটি পালনকারী আনসার সদস্যদের কাছ থেকে অফিসের নাম ভাঙ্গিয়ে অর্থ আদায়ের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here