ফ্রাইলিঙ্ক ঝড়ে ৯৮তে শেষ মাশরাফির রংপুর

0
671

খবর ৭১ঃ বিপিএলের উদ্বোধনী খেলায় চিটাগংয়ের বিপক্ষে ৯৮ রানেই থেমে গেল মাশরাফির রংপুর রাইডার্স। উদ্বোধনী ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। দুপুরের চকচকে রোদে টস জিতেও কেন প্রথমে ফিল্ডিং নিলেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম। মুশফিকের হয়ে এই প্রশ্নের উত্তর ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই দিয়ে দিয়েছেন রুবি ফ্রাইলিঙ্ক।
টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই কাটিয়ে দিয়েছিলেন রংপুর ওপেনার মেহেদি মারুফ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। রবি ফ্রাইলিংকের ভেতরে ঢোকা ডেলিভারী সময়মতো ব্যাট চালাতে ব্যর্থ হলে আঘাত হানে প্যাডে।

জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ থাকলেও তা নেননি হেলস। রিপ্লেতে দেখা যায় আম্পায়ার্স কলে আউটই থাকতেন হেলস। ষষ্ঠ আসরে প্রথম উইকেট নেন ফ্রাইলিংক। দ্বিতীয় উইকেটটাও যায় ফ্রাইলিংকের নামেই। একই ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড করে দেন মোহাম্মদ মিঠুনকে। হেলসের মতো তিনিও ব্যর্থ হন রানের খাতা খুলতে।

বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপদ আরও বেড়ে যায় তৃতীয় ওভারে দক্ষিণ আফ্রিকান মারকুটে ব্যাটসম্যান রিলে রুশো উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে। মাত্র ১০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে রংপুর।

এরপর দলীয় ১৪ রানে সেই ফ্রাইলিংকের শিকার হলেন মারুফ। সানজামুলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর নাঈমে ফিরলেন হাওয়েল। দলীয় ৩১ রানে দলকে বিপদে ফেলে ফিরলেন ফরহাদ রেজাও।

এরপর একে একে বিদায় নিলেন মাশরাফি, সোহাগ গাজী, বোপারা ও নাজমুল ইসলাম। ফ্রাইলিংক ঝড়ে দাঁড়াতেই পারেননি রংপুরের ব্যাটসম্যানরা। ফ্রাইলিংক একাই নিয়েছেন ৪ উইকেট। ২ টি করে উইকেট নিয়েছেন রাহি ও নাঈম। খালেদ আহমেদ নিলেন এক উইকেট।

এই ম্যাচ দিয়েই আবার বিপিএলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞার পর চিটাগং ভাইকিংসের জার্সিতে বিপিএলে ফিরেই মাঠে নেমেছেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here