জয়পুরহাট-২ আসনে আ’লীগের অফিস ভাংচুর- আহত ৪

0
813

জয়পুরহাট থেকে এম এম আতাউর রহমানঃ
জাতীয় সংসদ নিবাচনের পূর্ব মুহুর্তে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট-২ আসনে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে আ’লীগের নির্বাচনী অফিসে ভাংচুর চালিয়েছে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় আ’লীগ ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকে মারপিট করে আহত করেছে তারা।
আহতদের ঐ রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-মাত্রাই ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি নাছির আলী, মাত্রাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুবলীগ কর্মী বেলাল হোসেন ও ছাত্রলীগ কর্মী মাহমুদুল ইসলাম।
হাসপাতালে ভর্তি আহত আওয়ামী লীগ নেতা নাসির আলী জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয় বিয়ালা বাজারের আ’লীগের নির্বাচনী অফিসে বসে তারা ভোটারদের স্লিপ তৈরী করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি-জামায়াতের ২৫/৩০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। পরে তারা অফিস ভাংচুর করে অগ্নি সংযোগ করে। পরে এলাকার লোকজন এসে আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ঘটনায় জড়িতদের ব্যাপারে মামলা হলে আসামীদের গ্রেপ্তার করা হবে। এদিকে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলায় আহতদের দেখতে আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট-২ আসনে মহাজোট মননীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি আহতদের শান্তনা দেন এবং চিকিৎসকদের আহতদের প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসা প্রদানের কথা বলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here