সিলেট মোবাইল পাঠাগারে সভা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে

0
468

খবর৭১ঃযাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশকে। সেই সব শহীদদের কথা স্মরণ রাখতে হবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। এদেশের ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কথা তরুণ প্রজন্মদের হৃদয়ে পৌঁছে দিতে হবে। আমাদের জন্যে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কবিতা পাঠে আসরে বক্তারা একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ৭০২তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর ডাইরেক্টর অধ্যাপক এম এ হান্নান, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি বাছিত ইবনে হাবীব, এডভোকেট মো. আব্দুল মালিক, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক ও কবি মাহফুজ জোহা।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় কবির আহমেদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, কবি শাহাদাৎ হোসেন টিপু, কবি শাহেদ শাহরিয়ার, ছড়াকার নজমুল হক চৌধুরী, ছড়াকার সৈয়দ মুক্তদা হামিদ, কবি মাহমুদুল হাসান, টেংরা বার্তা সম্পাদক মো: শাহিন উদ্দিন, জয়নাল আবেদিন বেগ, কবির আহমেদ, মো: আব্দুস সামাদ, তৌফিক চৌধুরী, নূর মোহাম্মদ চৌধুরী প্রমুখ। মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন গীতিকার বাহা উদ্দিন বাহার। শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রাবন্ধিক শামসীর হারুনূর রশীদ। আলোচনা সভার শুরুতে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ক্যাপশন: সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কবিতা পাঠের আসরে বক্তব্য রাখছেন প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here