জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে সুজনের আয়োজনে এক মঞ্চে ৩ প্রার্থী

0
408

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচনের আহবানে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনের প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমূখী অনুষ্টান করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন)। গতকাল শুক্রবার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে আওয়ামী লীগ, ঐক্যফ্রন্ট ও জাকের পার্টির সহ ৩ সংসদ সদস্য প্রার্থী জনগনের মুখোমুখি হন। প্রার্থীরা দল ও তাদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে বা না হলেও কে কি করবেন সে সম্পর্কে বক্তব্য রাখেন। এসময় প্রার্থরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের বিভিন্ন পরিকল্পনা কথা জনগনের সামনে তুলে ধরে। গনতন্ত্র, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে ও সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সম্পাদক আলী হায়দার। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও জাকের পার্টি নেতা গোলাপ ফুলের প্রার্থী মো: শাহজাহান চৌধুরী। তবে এ আসনের এলডিপি প্রার্থী মো: মাফজুর রহমান খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: মুহিবুল হক আজাদ, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শাহ মুবশ্বির আলী জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হননি। অনুষ্টানে প্রার্থীরা সাধারন ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা পরস্পরের হাত ধরে শান্তিপূর্ন নির্বাচনের অঙ্গীকার করেন। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার শপথ করেন উপস্থিত ভোটাররাও। জনগনের মুখোমূখী অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গন মাধ্যম কর্মী, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জনের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান তার বক্তব্যে বলেন, অংশ গ্রহন মুলক নির্বাচনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি বঙ্গালী উত্তরাধীকার হিসেবে বাংলাদেশে বাঙ্গালীকে আমরা পুন: প্রতিষ্টা করতে চাই কারন লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়য়ে রাজাকার ও পাঞ্জাবদের সাথে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। জগন্নাথপুরে সিলেট বিভাগের বৃহৎ কুমিয়ারা সেতু, পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক, সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় সহ ব্যাপক উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে উন্নয়নের গনজোয়ারকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, ২০০৫ সালের উপ-নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাত্র ১৩ মাস সময়ে রাণীগঞ্জ টু ইনাতগঞ্জ রাস্তা সম্পন্ন, জগন্নাথপুর হাসপাতালকে ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত, জগন্নাথপুর কলেজকে ডিগ্রী কলেজে উন্নীত, শিবগঞ্জ-বেগমপুর রাস্তার কাজ শেষ করে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই রাস্তাটি ব্যবহার করেছি। তাছাড়া ৫২টি প্রাথমিক বিদ্যালয়কে ফ্লাট সেন্টারে উন্নীত করনসহ দক্ষিন সুনামগঞ্জ উপজেলা বাস্তবায়ন করন এবং নোয়াখালী-ভীমখালী রাস্তা, পাগলা-মদনপুর দিরাই রাস্তা সংস্কার ও বিভিন্ন গ্রামে প্রায় ৪২টি ব্রীজ কালভার্ট সম্পন্ন করেছি। তিনি আগামী ৩০ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে জনসাধারনের প্রতি আহবান জানান। জাকের পার্টির প্রার্থী শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, গরীব, দু:খী, মেহনতি মানুষের সেবা করার লক্ষ্যে আমি কাজ করে যাবো।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here