ই প্রোফাইল নেতাদের আবেদনের ওপর শুনানি করবে ইসি

0
236

খবর৭১ঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে আজ শনিবার তাদের মধ্যে হাই প্রোফাইল নেতাদের আবেদনের ওপর শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ২৩৩টি আবেদনের ওপর শুনানি করবে ইসি। এসব আবেদনের মধ্যে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্রের ওপর শুনানি করবে ইসি।

তবে এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও দলটির সাবেক ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here