রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল

0
289

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার আপিলের দ্বিতীয় দিনে শুনানি শেষে কমিশন ট্রাইব্যুনাল তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এর আগে ঋণখেলাপির অভিযোগে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রার্থিতা ফিরে পেতে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে আবেদন করেন রুহুল আমিন হাওলাদারের আইনজীবী নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব নিয়োগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here