পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা পর্যায়ের কর্মশালা

0
300

হেদায়েত হোসাইন লিটন বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহীন হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আলীম, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, বাগেরহাট মা ও শিশু কেন্দ্রের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সামাদ, শুশীলনের উপদেষ্টা আমিরুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা শাহীনা পারভিন, কমিউনিকেশন ও প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম।
কর্মশালায় বাগেরহাটের ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারগণ অংশ গ্রহন করেন। বক্তারা, পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন করণীয় বিষয়ের উপর নানা দিক নিয়ে আলোচনা করেন।#
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here