সুন্দরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজী

0
290

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে চলছে অবাধে হাতি দিয়ে চাঁদাবাজী।
জানা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারে একটি চক্র হাতি দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজী করে আসছে। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বক উপজেলার মজুমদারহাটে হাতি ও হাতির সাবক দিয়ে চাঁদা আদায় করতে হাতির মাউথ (নির্দেশক)। এসময় হাতির মাউথকে চাঁদা উঠনোর জন্য স্থানীয় বাজারের জনসাধারণ নিষেধ করলে শেষ পর্যন্ত প্রতিবাদকারীদেরকে হাতি লেলিয়ে দিয়ে ভয়ভিতি প্রদর্শন করেন। হাতির মাউথ সকলকে উদ্দেশ্য করে বলে উঠে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এসেছি। কেউ আমাদের কিছু করতে পারবে না। এব্যপারে মজুমদার হাট বাজারেরদোকান মালিক লাবলুর সাথে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন কি করব ভাই স্বাধীন দেশে চাঁদা দিয়ে থাকতে হয়। এ অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বসাধারণের বিশেষ করে দোকান মালিকদের দাবি অনতি বিলম্বে যেন বন্ধ করা হয় এ চাঁদাবাজি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here