হবিগঞ্জের বাহুবলে মাদরাসার ৪ ছাত্র নিখোঁজ

0
194

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবারো মাদরাসার চারছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে আনোয়ারে মদিনা মাদরাসায় গিয়ে এ তথ্য পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়।এর আগেও উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে মাদরাসার চার ছাত্র নিখোঁজ হবার দুইদিন পর মাটিচাপা অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল।নিখোঁজ ছাত্ররা হল- উপজেলার চারগাও গ্রামের তোরাব আলীর ছেলে মোদারিছ আলী, মির্জাটুলা গ্রামের আজাদ আলীর ছেলে আব্দুল বাছিত সুচাত, ফদ্রখলা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইকবাল হোসাইন ও মাধবপুর উপজেলার মনতলা গ্রামের আব্দুল মমিনের ছেলে লুৎফুর রহমান। তারা সবাই ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।এ ব্যাপারে মাদরাসার শিক্ষক বলছেন তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অভিভাবক আজাদ আলী জানান, গত মঙ্গলবার বিকাল থেকে তার ছেলেকে পাচ্ছেন না, হুজুরা জানালেন সে বাড়ীর কথা বলে মাদরাসা থেকে বের হয়েছিল। অনেক জায়গায় খুজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মাদরাসার মুহতামিম ও শিক্ষকরা পুলিশকে জানাতে বারণ করেছেন, বলছেন তারা ফিরে আসবে। তারা আল্লাহকে ডাকা আর ধৈর‍্য ধরার কথা বলেছেন।মাদরাসার মুহতামিম নোমান কবীর বলেন, কিছু হয়নি, এ বিষয়ে কিছু বলা যাবে না।বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) দস্তগীর আহমদ জানান, এ বিষয়ে থানা কোনো অভিযোগ নেই। তবে বিষয়টি দেখছি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here