দুপচাঁচিয়ায় ১৫জন ভিক্ষকের হাতে মুরগি তুলে দিলেন ইউএনও

0
297

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫জন ভিক্ষককে মোরগ ও মুরগি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও এস এম জাকির হোসেন ভিক্ষুকদের হাতে এ মোরগ ও মুরগি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জেসমিন প্রধান, উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোত্তালেব হোসেন, ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, আবদুল মজিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর ছিদ্দিক, মাঠ সহকারী অসীম কুমার দাস প্রমুখ। উল্লেখ্য ইতিপূর্বে এই ১৫জন ভিক্ষুককে দু’টি করে ছাগল বিতরণ করা হয়েছিল।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here