‘৩৮তম বিসিএস-এর ফল পুনর্মূল্যায়ন নয়’

0
346

খবর ৭১ঃ ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ফলাফল তৈরি করেছি। তাই এই পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন হবে না। ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রোববার কিছু পরীক্ষার্থী পিএসসির সামনে অবস্থান নেয়ার প্রতিক্রিয়ায় পিএসসি চেয়ারম্যান একথা বলেন। উল্লেখ্য, গত ২৮ শে ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন।

বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন। তবে পিএসসি জানায়, পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here