তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থী ৫৩৮০১ জন

0
359

খবর৭১ঃ তৃতীয় ধাপের এক হাজার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩ হাজার ৮০১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ হাজার ২৮৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ৪৬৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭ রয়েছেন।

এ ধাপে ৯৮১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বাকি ২২টিতে দলটির প্রতীকের কোনো প্রার্থী নেই।

এ ধাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন। এ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার।

আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তেরো ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় ইউপিতে একক প্রার্থী রয়েছেন। তারা নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা গেছে, জমা হওয়া মনোনয়নপত্র আগামীকাল বৃহস্পতিবার যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাতিল বা বৈধ হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ আগামী ৭ নভেম্বর।

আপিল নিষ্পত্তির শেষ সময় আগামী ১০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ নভেম্বর। আগামী ১২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ওইদিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

আরও জানা গেছে, তৃতীয় ধাপে পাঁচ হাজার ২৮৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিন হাজার ৫৩৮ জনই স্বতন্ত্র প্রার্থী। তাদের বড় অংশই সরকারি দলের বিদ্রোহী প্রার্থী।

বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি। ১৮৭টি ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। ৪৩৮টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ৬৪টিতে, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৫টিতে ও জমিয়তে উলামায়ে ইসলাম ১০ ইউনিয়ন পরিষদে প্রার্থী দিয়েছে।

বাকি দলগুলোর প্রার্থী সংখ্যা ১০ জনের কম। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ৪৬৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইউপি নির্বাচনকে সামনে রেখে ৬টিতে একক প্রার্থীসহ ২১ চেয়ারম্যান, ১২৫ জন সংরক্ষিত ও ৪৬৪ জন সাধারণ সদস্য পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলীয় মনোনয়ন না পেয়ে অনেক আওয়ামী লীগ নেতা নির্বাচনে অংশ নিতে ফরম জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে না নিলে তাদের ব্যাপারে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পদুয়ায় আবু জাফর, পোমরায় জহির আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা-কদমতলীতে ইদ্রিছ আজগর, শিলকে নজরুল ইসলাম তালুকদার এবং পারুয়ায় একতেহার হোসেন।

রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১ জন প্রার্থী। স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীর ছোট শ্যালক স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়পুর ইউনিয়নে নৌকার প্রার্থী সফিউল আযম চৌধুরী সুমন ২য়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তাদের মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসাবে ২২ জন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজারের বড়লেখার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে সর্বোচ্চসংখ্যক দক্ষিণভাগ উত্তর ইউপির ৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের ৪ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান মঙ্গলবার বিকালে বলেন, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যেক প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে।

চরফ্যাশন (ভোলা) : ভোলার চরফ্যাশন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৭ জন এবং সাধারণ সদস্য পদে ২২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলীয় প্রতীক (নৌকা) না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন আবদুল্লাপুর ইউনিয়নে ইসমাইল হোসেন রাসেল এবং ওসমানগঞ্জে আবুল কাশেম মোল্লা এবং আলমগীর হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here