এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস আরও ছোট করার সিদ্ধান্ত

0
324

খবর৭১ঃ শিক্ষার্থীদের সুবিধার জন্য মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সদ্য প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস সংশোধন করে আরও ছোট করার সিদ্ধান্ত হয়েছে।আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এর পুনর্বিন্যাস করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জমা দেবে মন্ত্রণালয়ে। ৬ ফেব্রুয়ারি তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে সংক্ষিপ্ত সিলেবাস আরও সংশোধন ছোট করার সিদ্ধান্ত হয়েছে।আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে জমা দেব।’

এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ মাহফুজ আলী বলেন, ‘মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সদ্য প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস আরও সংশোধন করে ছোট করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এর পুনর্বিন্যাস করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জমা দেবে মন্ত্রণালয়ে। ৬ তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে’

মাহফুজ আলী বলেন, ‘এসএসসিতে ৬০ কর্মদিবসে এবং এইচএসসিতে ৮০ কর্মদিবসে এই সিলেবাসের পাঠদান সম্পন্ন হবে।এসএসসিতে গড়ে ৩০টি করে ক্লাস এবং এইচএসসিতে গড়ে ৩৮টি ক্লাস পাবে। এর সঙ্গে ল্যাসন প্ল্যান দেয়া হবে।’

সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here