শরিকদের ৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না: ওবায়দুল কাদের

0
218

খবর ৭১: জোট-মহাজোট শরিকদের ৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। শরিকদের ৬৫ থেকে ৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না।’

শনিবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও মহাজোট শরিকদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আসন বণ্টন চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব।’

জাতীয় পার্টির প্রতিনিধি দলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

এদিকে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঙ্গে বৈঠক পর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের জন্য তিনটি আসন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানা গেছে।  এছাড়াও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here