সুনামগঞ্জ-৩ আসনে ১৯ প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ

0
566

মো: হুমায়ুন কবির জগন্নাথপুরঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের দৌড়ঝাপ। এ আসনে আওয়ামী লীগ, বিএনপির, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি. ঐক্যফ্রন্ট সহ ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ, সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমিটির সহ-সভাপতি এমএ মালেক খান, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক এম এ ছাত্তার, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নাদের আহমদ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল নেতা সাজু আহমদ, উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের নির্বাহী কমিটি সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল হক সুমন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, ঐক্যফ্রন্টের সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলাম নেতা অ্যাডভোকেট সৈয়দ সামসলু ইসলাম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হাসান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) আবু খালেদ তুষার। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করে নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের কাছে পরাজিত হন। স্বাধীনতা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলেই ছিল সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসন। ২০০৫সালে সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর উপ-নির্বাচনে চারদলীয় জোট মনোনীত প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী নির্বাচিত হন। ২০০৫সালের উপ-নির্বাচনে আসনটি প্রথম বারের মত ধানের শীষের প্রার্থীর দখলে যায়। ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনতি প্রার্থী আলহাজ্ব এম এ মান্নান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ২০ দলীয় জোট প্রার্থী শাহীনূর পাশা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সাথে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বদ্ধীতা করে পরাজিত হন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here