ম্যানেজার হিসেবে দলকে সাহায্য করতে চান সুজন

0
297

খবর৭১: হাথুরুসিংহে চলে যাওয়ার পর জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় খালেদ মাহমুদ সুজনকে। টেকটিক্যাল ডিরেক্টর কোচের দায়িত্ব পালন করা সুজনের যাত্রাটা ভালোই হয়েছে। প্রথম তিন ম্যাচে জয় উপরহার দিয়েছেন।

কিন্তু এর ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় সম্মানের সেই পদটি হারাতে হয় সাবেক এই অধিনায়ককে। ত্রিদেশীয় সিরিজে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। ম্যান

ম্যানেজার হিসেবে যদিওশ্রীলংকা সফরে যেতে রাজিহননি সুজন, অবশেষে যাচ্ছেন। লংকা সফরেযাওয়া নিয়ে জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আসলে ম্যানেজার হিসেবে যাচ্ছি বলে আমাকে ছোট করা হচ্ছে এমনটা আমি কখনও মনে করছি না। দলের সঙ্গে যাচ্ছি দলকে সাহায্য করতে পারলে সেটাই তো বড় ব্যাপার। বোর্ড যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করাই আমার কাজ।’

সুজনের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে জাতীয় দলের আপদকালীন কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশকে। এতদিন জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব সামলিয়েছেন এই ক্যারিবীয়ান। নতুন দায়িত্ব পাওয়া ওয়ালশ প্রসঙ্গে সুজন বলেন, ‘ওয়ালশ নিশ্চই ভালো লোক। তার ক্রিকেট জ্ঞানও ভালো। আশা করছি দলেরও উপকার হবে, ভালো কিছু করবে।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here