মাদারীপুরে ২দিন ব্যাপি সুনীল মেলা উদ্বোধন

0
247

এস. এম. রাসেল, মাদারীপুরঃ
প্রখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বিশেষ এই দিনটি উপলক্ষে শুক্রবার সকালে তার জন্মভ‚মি মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব মাইচপাড়া গ্রামে আয়োজন করা হয়েছে দুইদিন ব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুরের স্থানীয় আবৃতিশিল্পীরা সুনীলের লেখা প্রখ্যাত কবিতাবলি আবৃত্তি করেন। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই অয়োজনে অংশ নেন এবং গান ও নৃত্য পরিবেশনা করেন। এছাড়াও সুনীল মেলায় ৫টি স্টল করা হয়েছে। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া যাবে। দুই বাংলার প্রত্যাখ কথা সাহিত্যিক ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেণ এবং ২০১৩ সালের ১৩ অক্টোবর উপমহাদেশের কিংবদন্তি এই লেখক পরলোক গমন করেণ। কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, পৌর মেয়র এনায়েত হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) কমিশনার প্রমথ রঞ্জন ঘটক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, উপজেলা মহিলা ভাই’স চেয়ারম্যান কাজী নাসরিন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। মেলা আজ শুক্রবার শুরু হয়ে আগামিদিন শনিবার বিকাল পর্যন্ত চলবে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here