নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি নেত্রী নাদিরা মিঠু

0
289

এস. এম. রাসেল, মাদারীপুরঃ
নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর উদ্দ্যোগ নিয়েছে মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সফল সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর সহধর্মনী ও উপজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী। পদ্মার ভাঙ্গনে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় এই সব মানুষের পাশে এসে দাড়ানোর জন্য সম্পূর্ন তার ব্যক্তিগত তহবিল থেকে নগত অর্থ ও বিভিন্ন উপকরন নিয়ে সাহায্য হাতে, নদী ভাঙ্গন কবলিত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এরই মাঝে নাদিরা মিঠু চৌধুরী নিজে ও তার লোকজন নিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকার ঘুরে ঘুরে শুরু করেন এ কার্যক্রম। নদী ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে নগত অর্থ তুলে দিতে কাজ করে যাচ্ছে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোণয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী। নদী ভাঙ্গন কবলিত এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে তিনি নিজে কথা বলেন ও সাহায্য করেন।

শিবচর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইমতিয়ার চৌধুরী বলেন, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাতসহ পদ্মা নদী বেষ্টিত বেশ কয়েকটি ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এই চির দুখী মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকেই মাদারীপুর-১ আসনে বিএনপির মনোণয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে নগত অর্থ ও বিভিন্ন উপকরন নিয়ে সাহায্য করেন। নদী ভাঙ্গন কবলিত এক সময়ের আর্থিক ভাবে স্বচ্ছল এই পরিবারগুলোর কাছে এখন সামান্ন সাহায্যই অনেক বড় ব্যাপার। নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেই দায়িত্ব শেষ করতে চান না, তারা পদ্মা নদীর ভাঙ্গন কবলিত মানুষের স্থায়ী সমাধানের দাবি করেন।
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে তিনি পদ্মা নদীর ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিবেন।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here