মাদারীপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

0
312

এস. এম. রাসেল, মাদারীপুর ॥
দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে মাদারীপুর জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল পৌনে ১১টায় মাদারীপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করার পুলিশী অনুমতি না পাওয়ায় জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর হাতে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এ সময় মাদারীপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব জাহান্দার আলী জাহানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ মজিবর রহমান হাওলাদার, যুগ্ন-সম্পাদক নজরুল ইসলাম লিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মোঃ জাফর আলী মিয়া, সাধারন সম্পাদক মার্তুজা আলম ঢালী, শিবচর উপজেলা বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, সাধারন সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপু হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মাহাবুব মুন্সী, মাদারীপুর পৌর বিএনপির সভাপতি এ্যাড. শরীফ সাইফুল কবীর, জেলা যুবদলেরর সভাপতি মোফাজ্জেল হোসেন মফা খান, সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক ও নাকসুর সাবেক ভিপি মাসুদ পারভেজ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা শিচতী, এ্যাড. মোঃ মহসিন মোড়ল, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদল সভাপতি শাহীন মৃধা, সাধারন সম্পাদক নুর-ই মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারন সম্পাদক শিকদার মোঃ মামুন ও ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম সহ জেলা সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এর নেতৃবৃন্দ।
পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় নাজিমমুদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে অসুস্থ করে মেরে ফেলার পাঁয়তারা করা হচ্ছে যা দেশের সাধারন মানুষ মেনে নিতে পারছেন না। বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে বর্তমান এই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here