বিশ্বকাপে আমরা ফেবারিট নই: মেসি

0
358

খবর৭১: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ফেবারিট হিসেবে যাচ্ছে না। এই বাস্তবতাকে মেনে নিতে আমি আমার সতীর্থদের আহবান জানাচ্ছি।

আর্জেন্টিনার বিখ্যাত ‘ক্যানাল ১৩’ নামের একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

মেসি বলেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছে না।

তিনি বলেন, ‘সবার জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছি না। কিন্তু আমাদের দলে দারুণ কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।

আর্জেন্টিনারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ্বাস আছে। আমাদের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা একথা বলতে চাই না যে আমরাই সেরা। কারণ এটা ঠিক নয়। এখানে বেশ কয়েকটি দলই ভাল। বিশেষ করে ব্রাজিল, স্পেন ও জার্মানির নাম আলাদা করে বলতেই হয়’।

রাশিয়ায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া, আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। মেসি গ্রুপটিকে জটিল হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে নাইজেরিয়া আর্জেন্টিনার জন্য সবসময়ই কঠিন প্রতিপক্ষ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here