দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি

0
266

খবর৭১ঃ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের জালে গোল উৎসব করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ব্রাইটনের মাঠে রবিবার স্থানীয় সময় বিকালে ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

প্রতিযোগিতায় সিটির চতুর্থ শিরোপা এটি। আর আগের সংস্করণ মিলিয়ে ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এটা তাদের ষষ্ঠ শিরোপা।

গ্লেন মারের গোলে সিটি পিছিয়ে পড়ার পর পরই সমতা ফেরান সের্হিও আগুয়েরো। কিছুক্ষণ পর এমেরিক লাপোর্তের গোলে এগিয়ে যায় তারা। আর বিরতির পর রিয়াদ মাহরেজ ও ইলকাই গিনদোয়ানের গোলে বড় জয় পায় চ্যাম্পিয়নরা।

এদিকে, আরও একবার খুব কাছে গিয়েও অধরা প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হলো না লিভারপুলের। পুরো লিগে মাত্র একবার হারের স্বাদ পাওয়া ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা ৩০ জয় ও সাত ড্রয়ে ৯৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো।

নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে লিভারপুল। কেননা ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসে কখনই কোনো দল ৯৭ এর চেয়ে বেশি পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here