কুড়িগ্রামে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রােতে আনতে মতবিনিময়সভা

0
269

খবর৭১:কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের সার্বিক অবস্থার উন্নয়ন ও সমাজের মূল স্রােতধারায় অর্ন্তভূক্ত করার জন্য মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: দেলওয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন এএফএডি’র নির্বাহী প্রধান সাঈদা ইয়াসমিন, সংরক্ষিত নারী সদস্য মোছা: লায়লা হুদা, ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, ফিল্ড এডুকেটর আবুল হাসান, সঞ্চিতা নন্দি প্রমুখ। বেসরকারি এনজিও এএফএডি (এসোসিয়েসন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট) এর সার্বিক তত্ত্বাবধানে ‘এনহেঞ্চিং কমিউনিটি বেজড সার্ভিসেস এন্ড ইফেকটিভ এডুকেশন ফর ডেফব্লাইন্ড পিপলস ইন বাংলাদেশ’ প্রকল্প মতবিনিময়সভার আয়োজন করে।বক্তারা, প্রতিবন্ধীদের মূলস্রােতে আনতে ইউনিয়ন পরিষদকে উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদেরকে নিয়ে ওয়ার্ড ভিত্তিক সেলফ হেল্প গ্রুপ গঠন, স্বচ্ছলতা বজায় রাখার জন্য সমাজসেবা থেকে ঋণকর্মসূচি পালন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ ও সরকারী সকল প্রাপ্ত সুবিধাদি প্রদানে জোড় দেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here