কুড়িগ্রামে ৩দিনে আটক-২৩ মাদক-জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স

0
355

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। গত তিনদিনে সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৩জনকে আটক করেছে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান’র নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্সের কারণে চিহ্নিত সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। গ্রামগঞ্জেও চলছে এই অভিযান। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদের বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।
বুধবার বিকেলে কুড়িগ্রাম সদর থানায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে সদরের অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ছুটে যাচ্ছে ঘটনাস্থলে। সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় লোকজন সহযোগিতা করলে মাদক নির্মূল করা সম্ভব। এজন্য পুলিশ সর্বদা সজাগ রয়েছে। ইতোমধ্যে আমরা সদর থানার ওসি ও ওসি তদন্তের মোবাইল নম্বর লিফলেট আকারে প্রকাশের ব্যবস্থা করেছি। পুলিশ জনগণের সেবক হিসেব কাজ করছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here