কোনো কোটাই নেই, ফের জানালেন প্রধানমন্ত্রী

0
284

খবর ৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো কোটাই থাকবে না। যখন আন্দোলন হয়েছিল তখন সবাই আন্দোলনকারীদের পক্ষে ছিলেন। কেউ তাদের থামানোর চেষ্টা করেননি। আমরা নানাভাবে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু সবাই যাতে কোটা বাতিলের পক্ষে, তাই তা বাতিল করে দিয়েছে। এখন আমাদের হাতে আর কিছু নেই। কেউ এসে কান্নাকাটি করলে আমাদের কিছুই করার নেই। কেউ যদি চাকরি না পায় আমাদের কিছু করার নেই।
বুধবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মা-ছেলে দুজনই সাজাপ্রাপ্ত। একজনের মুক্তির জন্য আকেরজন বিদেশে বসে আন্দোলন করছে।
শেখ হাসিনা বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে অপরাধীকে ধরে আনা। সে জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here