নড়াইলে জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে সর্বদা সজাগ দৃষ্টি -পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম

0
605
Exif_JPEG_420

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বলেছেন, যেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ, যেখানেই জঙ্গিবাদ সেখানেই অভিযান। জঙ্গিবাদের আস্তানা আমরা সমূলে উৎপাটন করব। আপনারা দেখেছেন নড়াইল জেলায় জঙ্গিবাদের কোন আস্তানা নেই। নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদে মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নাজমুল হাসান টগরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সরদার আশরাফুর রহমান দীপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ওসি(তদন্ত) মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ ওদুত মোল্যা, আ’লীগ নেতা এমদাদুল হক শুনু, শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস, শেখ আশিকুজ্জামান আহাদ, জাকিয়া সুলতানা প্রমুখ। সামাবেশের আগে আয়োজকদের ব্যানারে ছাত্র, শিক্ষক, জন প্রতিনিধি ও সুধী সমাজের সমন্ময়ে এক বর্নাঢ্য র‌্যালী ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শেষে এলাকার দুস্থদের মাঝে কোম্বল বিতরণ করা হয়। এদিকে পুলিশ সুপারের এরূপ মহতি কাজে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব। ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মো: হিমেল মোল্যা এক যৌথ বিবৃতিতে বলেন, মাদক ও জঙ্গিতে জর্জরিত নড়াইলের চিত্র আজ অন্য রূপে পরিবর্তিত হয়েছে। মাদক সেবী ও ব্যবসায়ীদের ত্রাশ ও মূর্তিমান আতঙ্ক পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নড়াইলে শুধু মাদক ও জঙ্গিই দমন করেননি, ইভটিজারদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here