ছাতকে সহকারী শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

0
415

খবর৭১:ছাতক প্রতিনিধিঃছাতকে বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার উদ্যোগে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে শিক্ষক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রনব দাস মিটুর সভাপেিত্ব ও শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সোনিয়া সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল¬াহ, আসাদুজ্জামান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় সমাজকল্যান সম্পাদক দুলন তরফদার। বক্তব্য রাখেন, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি মিতালী ভট্টাচার্য্য, বাসবী চৌধুরী লিলি, অমল রঞ্জন তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন মানিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সাইদুল আলম ডালিম, শিক্ষিকা ফারজানা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ছাতকে শিক্ষার ক্রমবর্ধমান উন্নয়নে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবরের অবদান অনস্বিকার্য। তিনি অধীনস্থদের মন জয় করতে পেরেছেন তার কর্মদক্ষতার মাধ্যমে। যোগ্যতা বলেই তিনি পদোন্নতি পেয়ে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। সভায় শিক্ষক বঙ্কিম আচার্য্য, চিত্তরঞ্জন দাস, সুলতান মাহমুদ, সঞ্জয় কর, চুনি লাল দাস, রাজিব দাস, নির্মল পুরকায়স্থ, ফয়ছল আহমদ, শাহনাজ বেগম, ফাতেমা বেগম, মদন মোহন ধর, সফিকুল ইসলাম, হায়দর আলী, নজরুল ইসলাম, সুমন মিয়া, সিরাজ উদ্দিন, মিসবাহ বেগম, কলি বেগম, কবির আহমদ, মঈনউদ্দিন, রীতা আচার্য্, আব্দুল মতিন, অধির চন্দ্র দাস, আক্তার হোসেন, আশিষ দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা নুরুল আলম শাহনুর ও গীতা পাঠ করেন প্রনব চক্রবর্ত্তী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here