সোধির ঘূর্ণিতেই উড়ে গেল বাংলাদেশ

0
126

খবর ৭১:ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচটিতে ব্যাটসম্যান ইশ সোধিকে মানকাডিংয়ের ফাঁদে ফেলেও উইকেট ফিরিয়ে দেয় লাল-সবুজের দল। আর বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ে বল হাতে ত্রাসের নাম হয়ে ওঠেন সেই সোধি। একে একে তুলে নেন ৬ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতান ইশ সোধি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে বাংলাদেশ। তাতে কিউইরা ৮৬ রানের জয় পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here