জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে সৈয়দপুরে পৌর পরিষদের র‌্যালী

0
246

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- এ স্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌরসভা জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করেছে।
গতকাল মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) সৈয়দপুর পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান। এতে পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন। পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রাফিকা আক্তার জাহান সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। তার নেতৃত্বে দেশ আজ বিশ্বের মানচিত্রে মাথা উচুঁ করে দাড়িয়েছে। তিনি বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণসহ মেট্রোরেল বাস্তবায়ন করেছে। কয়েকদিনের মধ্যে চালু হবে দেশের প্রথম কর্ণফুলী টানেল। আরও অনেক উন্নয়নমূলক কাজ চলছে। তাই জনবান্ধব সরকারের উন্নয়ন কার্যক্রমের বিষয়গুলো জনগনের কাছে পৌছাতে হবে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। মেয়র বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হবো। এরআগে দিবসটি উপলক্ষে দুপুরে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের নেতৃত্বে পৌর কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে পৌর সচিব সাইদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র শাহীন হোসেন, পৌর কাউন্সিলর যথাক্রমে- কাজী মনোয়ার হোসেন হায়দার,মো. জোবায়দুর রহমান শাহিন, এরশাদ হোসেন পাপ্পু, কাজী নজরুল ইসলাম রয়েল বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর আলম,সংরক্ষিত আসনের কাউন্সিলর কাজী জাহানারা বেগম, ইয়াসমিন পারভিন, আফরোজা ইয়াসমিন, রুবিনা শাকিল, পৌরসভার তথ্য কর্মকর্তা আকমল সরকার রাজু, হিসাব কর্মকর্তা আবু তাহেরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here