ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
165

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিভিন্ন মামলায় আসামি গ্রেফতারসহ গত ১০দিনে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযান নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যনমশ ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২০টি গ্রেফতারি পরোয়ানা, মাদক উদ্ধার সংক্রান্ত ২৯ জন গ্রেফতারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরযান আইনে ৩১৯টি মামলা দায়ের ও ১৩ লাখ ২৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে জেলার কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাকে গ্রেফতার করেছে পুলিশ! সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির ।

এ সময় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here