‘রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি’

0
144

খবর ৭১: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনমুখী দল।

আজ রোববার রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোলাম মসীহ্ এসব কথা বলেন। সভা শেষে জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস সচিব জামাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে গতকাল শনিবার রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা আগামী নির্বাচন ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোলাম মসীহ্ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই।’

আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানো ও দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানিয়ে গোলাম মসীহ্ বলেন, ‘জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি।’

সভায় আরও বক্তব্য দেন রাহগির আলমাহি এরশাদ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার প্রমুখ। সভা সঞ্চালনা করেন অধ্যাপক ইকবাল হোসেন।

অবশ্য বেশ কিছুদিন ধরেই জাতীয় পার্টিতে দুটি ধারা স্পষ্ট। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে রওশন এরশাদের সঙ্গে মতবিরোধ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here