নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুক্রবার : মির্জা ফখরুল

0
124

খবর ৭১: নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি। এজন্য সমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ  তথ্য জানান।

এরআগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়, বৃহস্পতিবার নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে গোলাপবাগে চাইলে দলটি সমাবেশ করতে পারে। পরে এ নিয়ে পর্যালোচনায় বসেন বিএনপির শীর্ষ নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here