দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আবারও বাংলাদেশি খুন

0
138

খবর ৭১: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৫জুন) সন্ধ্যায় ইস্টার্নক্যাপ প্রদেশে এই ঘটনা ঘটে।
নিহত ওই প্রবাসী বাংলাদেশির নাম আব্দুল মতিন। আব্দুল মতিন দির্ঘদিন ধরে ইস্টার্নক্যাপ প্রদেশের স্টেকস্পিরিটে ব্যবসা করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

এর আগে শনিবার (২৪ জুন) জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। তাদের মৃত্যুর একদিন পরই আবার এই খুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ডাকাতদল মতিনের দোকানে এসে ২৫ কেজির গমের বস্তা নিতে চাইলে দোকানের মূল দরজা খুলে দেন তিনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করে তারা। গুলিবিদ্ধ হয়ে প্রচণ্ড রক্তক্ষরণের পর তার মৃত্যু হয়।

এদিকে এক দিনের ব্যবধানে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here