বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বন্দর দিবস-২০২৩ উদযাপিত

0
84

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে বন্দর দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের আবাসিক এলাকার মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।

বেনাপোল স্থলবন্দর কর্তৃক আয়োজিত বন্দর দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ আলমগীর।
বেনাপোল স্থলবন্দরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিলের সভাপতিত্বে ও উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলামের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত বন্দর দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ধরণের ক্রীড়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

দিবসটি ঘিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, বাংলাদেশ স্থলবন্দর এমপ্লোয়িজ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সগীরসহ বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও স্থানীয় সূধীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here