সৈয়দপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন এ্যমপ্যাথি

0
173

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যমপ্যাথির পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামাপুকুর সরকারপাড়ায় সংগঠনের প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমদাদ সিতারা খানের সহায়তায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ ও নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন। স্বেচ্ছাসেবী সংগঠন এ্যমপ্যাথির সভাপতি সাংবাদিক তোফাজ্জল
হোসেন লুতু’র সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. বাঁধন রায়, সমাজসেবক ফেরদৌস করিম কাজল ও প্রতিবন্ধী শিক্ষার্থী মমতাজ মুন্নী প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১২টি হুইল চেয়ার হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন, জনপ্রতিনিধি ও শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে সংগঠনটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামুল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. বাঁধন রায় এবং
ওপেন ডোর ক্লিনিকের রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার ডা.তানিয়াতুজ্জোহুরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here