মদনে ওরশ দেখে বাড়ি ফেরা পথে দুই শ্রমিকের মৃত্যু

0
69

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে ওরশ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার
রাতে আনুমানিক চারটার দিকে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন
বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রাজ্জত আলীর ছেলে
আদম আলী (৩২) ও একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া নামের দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌর সদরের মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক ওরশ মাহফিল চলছে। গতকাল বুধবার ওরশের দ্বিতীয় রজনীতে জগন্নাথপুর গ্রামের ৬/৭ জন কৃষি শ্রমিক হেনট্রলি গাড়ি যোগে ওরশে আসেন। রাতভর গান শুনে আনুমানিক চারটার দিকে বাড়ির দিকে রওনা হন তারা। পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রীর সুজন বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া
নিহত হয়। এ সময় পথচারীরা আরো দুইজনকে উদ্ধার করে মদন হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতদের
মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here