বঙ্গোপসাগরে আবার লঘুচাপ, বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

0
150

খবর৭১ঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। জেলার কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বাতাসের বেগ ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানান তিনি।

এছাড়া জেলার উপকূলীয় এলাকার সব মাছধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে সোমবার বিকাল থেকেই মাছ ধরা থেকে ফিরে ও লঘুচাপের কারণে শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে আগের চেয়ে সর্বোচ্চ সংখ্যক ট্রলার।

মহিপুর আলিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আমরা সোমবার বিকালে লঘুচাপের খবর পেয়েছি। হঠাৎ করে ৩ নাম্বার সংকেত জারি হওয়ায় জেলেরা ফিরতে শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here