২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

0
59

ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে বাড়ছে লাশের সংখ্যা। হাসপাতালে ভিড় জমাচ্ছে হাজার হাজার রোগী। সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দুই জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৪ জন ডেঙ্গু রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী ৩১ জন ও রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।”

এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ জন। মারা গেছেন ৭৮ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here