ঢাকার দুই সিটির শতভাগ বর্জ্য অপসারণ

0
240

খবর৭১ঃ পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পশুর শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
সোমবার দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দুই সিটিতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হয় রোববার দুপুর ২টায়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাত ১০টার মধ্যে এবং দক্ষিণে রাত সোয়া ১টায় শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, রোববার দুপুর ২টা থেকে আমরা পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করি। রাত সোয়া ১টায় শতভাগ বর্জ্য অপসারণ করতে পেরেছি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ডিএনসিসি রোববার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে আট ঘণ্টারও কম সময়ে বর্জ্য অপসারণ সম্পন্ন করে।

এদিকে সোমবার সকালে সরেজমিনে দক্ষিণ ও উত্তর সিটির বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির পাশে অন্যান্য সময়ের মতো আবর্জনার স্তুপ নেই। মূল সড়কের পাশেও নেই তেমন বর্জ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here