নির্বাচিত হয়ে যা বললেন ম্যাক্রোঁ

0
233

খবর৭১ঃ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ তার দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি এখন দেশের সবার প্রেসিডেন্ট।

সোমবার নির্বাচনে জয়লাভের পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

৪৪ বছর বয়সি ম্যাক্রোঁ বলেন, দেশে অনেকেই আমাকে ভোট দেননি। কারণ তারা আমার ধারণাকে সমর্থন করে না। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই এবং জানাতে চাই— আমি আগামী বছরগুলোতে তাদের কাছেও ঋণী থাকব।

তিনি রাগ ও মতবিরোধ মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার ফলে অনেক ফরাসি ভোটার চরম অধিকার বেছে নিয়েছিল। এ বিষয় তিনি বলেন, এটি আমার এবং আমার চারপাশের লোকদের দায়িত্ব হবে।

তিনি বলেন, ফ্রান্সে কাউকে পথের ধারে ছেড়ে দেওয়া হবে না। আমি সবার প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি দিয়ে অব্যাহত রাখব।

এবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইটা ছিল উদারপন্থি বনাম কট্টর ডানপন্থির মধ্যে। সেই লড়াইয়ে জিতলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, হারলেন কট্টর ডানপন্থি মেরিন লা পেন। গত ২০ বছরের মধ্যে ফ্রান্সে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন। খবর এএফপির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here