অন্যদের সাথে কিয়েভেই থাকবো : জেলেনস্কি

0
429

খবর৭১ঃ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অবস্থা আরো খারাপ হলেও কিয়েভ ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে তিনি রাজধানীতেই অবস্থান করবেন। শুক্রবার ভোরে তিনি এই ঘোষণা দিয়েছেন।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘শত্রুরা (রুশ বাহিনী) আমাকে প্রথম টার্গেট করেছে। এরপর তারা আমার পরিবারকে দ্বিতীয় টার্গেট বানিয়েছে। তারা রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। এরপরও আমি পরিবারকে নিয়ে কিয়েভেই অবস্থান করব।’

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করে সরকার পতন করা। এরই মধ্যে রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের দুর্ঘটনা কবলিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে। এটি রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত এবং বেলারুশ সীমান্ত থেকে অনেক কাছে। বেলারুশের এই সীমান্তে রয়েছে রুশ সৈন্যবাহিনী। তাই রুশ বাহিনী রাজধানী কিয়েভের অনেক কাছে অবস্থান করছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জেলেনস্কির নিরাপত্তার ব্যাপারে বলেছেন, ‘আমার জানামতে প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর পদে ইউক্রেনে রয়েছেন। তবে অবশ্যই আমরা ইউক্রেনে থাকা আমাদের সকল বন্ধুদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন।’

সূত্র : টাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here