সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী জঞ্জালু গ্রেফতার : সোয়া কেজি গাঁজা উদ্ধার :

0
388

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে সোয়া কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ৩৮ হাজার টাকা জব্দ করেছে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. বাবু ওরফে জঞ্জালুকে (৫০) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সৈয়দপুর শহরের উপকন্ঠ ওয়াপদা হাজীপাড়া বোতলাগাড়ি গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো.আশরাফুল হকের নেতৃত্বে সংস্থাটির অভিযানিক দলের সদস্যরা ওই মাদক ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে। পরে মো. বাবু ওরফে জঞ্জালুর শয়নকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই শয়ণকক্ষে তল্লাশী চালিয়ে একটি ট্রাংক থেকে পলিথিনে মোড়ানো এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং গাঁজা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান চলাকালে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক অভিক দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান গাঁজা উদ্ধারসহ ইয়াবা বিক্রির নগদ টাকা ও মাদক ব্যবসায়ী জঞ্জালুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাকে আজই নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here