ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিহত ৫

0
282

খবর৭১ঃ  চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আওয়াল, মো. মোবারক, মো. নাসির, আল-আমিন ও নজরুল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহেদুল ইসলাম জানান, সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here