সৈয়দপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫১টি ল্যাপটপ প্রদান

0
234

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি : শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরের শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫১টি ল্যাপটপ প্রদান করা হয়েছে। সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলা পোস্ট অফিসের মাধ্যমে ওই ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়।
সর্বশেষ গতকাল রোববার (১৬ জানুয়ারী) সকালে শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে ১৭ টি ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজকে ১৭টি ল্যাপটপ প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা ডাকঘরের পোষ্ট মাষ্টার মো. শামসুজ্জোহা’র হাত থেকে এ সব ল্যাপটপ গ্রহন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষে সহকারি শিক্ষক (ইসলাম ধর্ম) মো. আমজাদ হোসেন ও সহকারি শিক্ষক আব্দুল খালেক। এ সময় সৈয়দপুর উপজেলা পোস্ট অফিসের পোস্টাল অপারেটর মো. আব্দুল কুদ্দুস্ সরকারসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
এছাড়াও এর আগে একই প্রকল্পের আওতায় শহরের সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কেও ১৭টি ল্যাপটপ হস্তান্তর করা হয়।
এ নিয়ে গত তিন দিনে নীলফামারীর সৈয়দপুর শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫১টি ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here